ঢাকা, রবিবার, ১৯ মে, ২০২৪

বঙ্গবন্ধু’ বায়োপিকের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মীয়মাণ ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক এ চলচ্চিত্র চিত্রায়ণের অগ্রগতি পরিদর্শন শেষে একথা জানিয়েছেন তিনি।


সোমবার মুম্বাই ফিল্ম সিটিতে পৌঁছালে মহারাষ্ট্রের স্বাস্থ্যশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী অমিত দেশমুখ তাকে স্বাগত জানান। পরে ফিল্ম সিটির ব্যবস্থাপনা পরিচালক মনীষা ভার্মা, ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল, আরেফিন শুভ, তিশা, নুসরাত ফারিয়া ও দিলারা জামানসহ বায়োপিকের অভিনয় শিল্পীদের নিয়ে শ্যুটিং সেট পরিদর্শন করেন তারা।


শ্যুটিং সেটে ১৯৭১ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারকে ঢাকায় ধানমন্ডির যে বাড়িতে অন্তরীণ রাখা হয়েছিল, সেই পাকিস্তানি বাঙ্কার ও পতাকাসমেত বাড়িটি এবং আশপাশের বাড়িগুলোর অবিকল প্রতিরূপ তৈরি করে চলচ্চিত্র তৈরি করা হচ্ছে।


মহারাষ্ট্রের স্বাস্থ্যশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী অমিত দেশমুখের সঙ্গে বৈঠক ও ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের সেট পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, এপ্রিল মাসের মধ্যে বঙ্গবন্ধু বায়োপিকের মুম্বাই অংশের শ্যুটিং শেষ হবে। সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশে শ্যুটিং শুরু হবে।


‘ন্যাশনাল মিউজিয়াম অব ইন্ডিয়ান সিনেমা’ পরিদর্শন ও সন্ধ্যায় মুম্বাইতে বাংলাদেশ উপ-দূতাবাস  আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় নাগরিক এবং মুম্বাইয়ের চলচ্চিত্র অঙ্গনের গণ্যমান্য ব্যক্তির সঙ্গে মতবিনিময় করেন হাছান মাহমুদ। গত ৫ ফেব্রুয়ারি পাঁচদিনের সফরে কলকাতায় যান তথ্যমন্ত্রী। আগামী ১১ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

ads

Our Facebook Page